#Teipura BJP #N ewstoday Bharat #political News #10000teacher #Govt of Tripura #


 ত্রিপুরায় বিজেপি দলের নির্বাচনী প্রতিশ্রুতি আদায় করার জন্য বিধান সভা অভিযান I


আগরতলা: চাকরি ফিরিয়ে দেওয়ার দাবীতে আজ আবার বিধানসভা ভবন অভিযান কর্মসূচী করে চাকরি চুত্য ১০,৩২৩ শিক্ষকরা। এদিন তারা রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বিধানসভা ভবনের দিকে যাওয়ার সময় সার্কিট হাউসের সামনে  পুলিশ তাদের আটকে দেয়। তখন তারা বাধা অতিক্রম করে ও পুলিশ বেরিগেট ভেঙ্গে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়।

এক সময় ঘটনা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, জল কামন দেওয়া হয়। সব শেষে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এতে অনেক আন্দোলন কারী আহত হয়েছেন। এবং তাদের হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে কিছু চাকরিচুত্য ১০৩২৩ মহিলারা অভিযোগ করেছে তাদেরকে  পুরুষ পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। এই দিকে চাকরিচুত্য ১০৩২৩ তাদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এই নিয়ে উত্তপ্ত দ্বাদশ বিধানসভার শেষ দিনে।

Post a Comment

Previous Post Next Post