গতকাল রাত লংকা থানার পুলিশ আধিকারিক বিজয়া দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে লংকা রেল স্টেশন মার্কেটে বস্তা ভরা মদের বোতল জব্দ করতে সক্ষম হয়েছেন । শিবসম্ভু নামে একটি হোটেল থেকে বস্তা ভর্তি মদের বোতল জমা করে রাখা হয়েছিল পূজার বাজারে বিক্রি করার জন্য । এই সংক্রান্ত বিষয়ে একজনকে গ্রেফতার করে মদের বোতল গুলো লংকা থানায় রাখা হয়েছে । জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা ।
গতকাল রাত লংকা থানার পুলিশ আধিকারিক বিজয়া দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে লংকা রেল স্টেশন মার্কেটে বস্তা ভরা মদের বোতল জব্দ করতে সক্ষম হয়েছেন । শিবসম্ভু নামে একটি হোটেল থেকে বস্তা ভর্তি মদের বোতল জমা করে রাখা হয়েছিল পূজার বাজারে বিক্রি করার জন্য । এই সংক্রান্ত বিষয়ে একজনকে গ্রেফতার করে মদের বোতল গুলো লংকা থানায় রাখা হয়েছে । জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা ।
Post a Comment